প্রশ্ন: মৌলভীবাজার জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উ: ১৯৮৪ সালে।
প্রশ্ন:মৌলভীবাজার জেলার সীমানা কি?
উ: মৌলভীবাজার জেলার সীমানা:
✅ উত্তরে: সিলেট
✅ দক্ষিণে: ভারত
✅ পূর্বে: ভারত
✅ পশ্চিমে: হবিগঞ্জ
প্রশ্ন: মৌলভীবাজার জেলার আয়তন কত?
উ: ২,৭৯৯ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: মৌলভীবাজার জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি?
উ: নবদিগন্ত মৌলভীবাজার।
প্রশ্ন: মৌলভীবাজার জেলার গ্রাম কতটি?
উ: ২০১৫ টি।
প্রশ্ন: মৌলভীবাজার জেলার কতটি ইউনিয়ন রয়েছে?
উ: ৬৭ টি।
প্রশ্ন: মৌলভীবাজার জেলার উপজেলা/থানা কতটি ও কি কি?
উ: ৭ টি। মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, রাজনগর, কুলাউড়া, বড়লেখা, কমলগঞ্জ ও জুরী।
প্রশ্ন: মৌলভীবাজার জেলার পৌরসভা কতটি?
উ: ৫ টি। বড়লেখা, মৌলভীবাজার, কুলাউড়া, শ্রীমঙ্গল, কমলগঞ্জ।
প্রশ্ন: মৌলভীবাজার জেলার নদ-নদী কি কি?
উ: মনু নদী, ধলাই, জুলি ইত্যাদি।
প্রশ্ন: মৌলভীবাজার জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি?
উ: প্রাকৃতিক গ্যাস, চা শিল্প, তাঁত শিল্প, খনিজ বালু প্রভৃতি।
প্রশ্ন: মৌলভীবাজার জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি?
উ: নিমাই শিববাড়ি (১৪৫৪), খোয়াজা মসজিদ, মাধবকুণ্ড জলপ্রপাত, মাধব মন্দির (হিন্দুধর্মীয় প্রাচীন নিদর্শন), কুলাউড়া উপজেলার রঙ্গীরকুল বিদ্যাশ্রম (উনবিংশ শতাব্দীর প্রথমভাগ), পৃথিম পাশার নবাব বাড়ি, মজলিশ আলম নির্মিত মুঘল স্থাপত্য কীর্তি গয়ঘরের ঐতিহাসিক খোজার মসজিদ (চতুর্দশ শতাব্দী), ব্রাহ্মণগাঁয়ের কাজী খন্দকার (র)-এর মাজারের গায়েবী ইটের মসজিদ ইত্যাদি।
প্রশ্ন: মৌলভীবাজার জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা?
উ: ডা: রঙ্গলাল সেন, সুলতান মনসুর, সৈয়দ মুর্তজা আলী (সাহিত্যিক ও বহুভাষাবিদ), মোফাজ্জল করিম, খান বাহাদুর আবদুল মজিদ, নবাব আলী আমজাদ, এম. সাইফুর রহমান (রাজনীতিবিদ), উপাধ্যক্ষ আবদুস সহিদ, গোপীনাথ দত্ত (বাংলা মহাভারত রচয়িতাদের অন্যতম), লীলা দত্ত নাগ (ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী)।